Site icon Shaili Tv

শুধু আজো দেখিনি / টুম্পা ভট্টাচার্য্য

মুখ নয়,
মুখোশ দেখেছি শোভাযাত্রায় হাজার মানুষের ঢলে।
ব্যক্তি নয়,
যাত্রাপালায় রঙ মাখা আবরণে অভিনেতা দেখেছি।
ধর্ম নয়,
বিশেষ পোশাকে ধর্মের ফেরিওয়ালা দেখেছি।

আমি জ্ঞানীর মতো মূর্খ দেখেছি তর্কে, বিদ্রূপে, অহংকারে।
আমি দেবদূত অথবা বড় দাঁত আর মাথায় শিংওয়ালা
অসুর দেখিনি কিন্তু তার থেকেও ভয়ংকর মানুষের মতো অমানুষ দেখেছি।
আমি ঈশ্বর চোখে দেখিনি,
দেখেছি তাঁরই নামে কতো প্রতিষ্ঠান, বিজ্ঞাপন।
তাঁকে অনুভব করেছি সৃষ্টির মাঝে, অন্তরাত্মায়।

আমি বার বার বদলাতে দেখেছি চরিত্র, আচরণ।
শুধু আজো দেখিনি পশুরা অপশু হতে।

Exit mobile version