Site icon Shaili Tv

শুধু মানুষ হতে চায় না / পারভীন রব্বানী

মানুষ পাখি হতে চায়
আকাশ, পাহাড়, সমুদ্দুর হতে চায়
হতে চায় ফুল, প্রজাপতি
আরো কত কি…
শুধু মানুষ হতে চায় না।

মানুষ অসূর হতে চায়
বুকের ভিতর পুষে রাখে
ক্লেদ, হিংসা, উল্লাস, উন্মত্ততা
সুযোগ পেলেই শকুন থাবায়
খাবলে খুবলে খায় নরম শরীর…
শুধু মানুষ হতে চায় না।

মানুষ কাচের আলমারি হতে চায়
থরে থরে সুসজ্জিত
সবুজ পান্না, লাল রুবি, ঝকঝকে হীরা
চোখ টাটানো সোনা রূপার জীয়নকাঠি
এমনকি মৃগনাভির কৌটো…
শুধু মানুষ হতে চায় না।

মানুষ ভিসুভিয়াস অগ্নিগিরি হতে চায়
তপ্ত কৃশানু জঠরে ধারণ করে
ভষ্ম করে পৃথিবীর মনোহারিতা
অসহ্য আর্তনাদে নষ্ট হয় সভ্যতা..
শুধু মানুষ হতে চায় না।

Exit mobile version