পুত্র হলেই যদি হয় পুত্রবতি,
সেই আঁশ নেই আমার এক রত্তি।
আমি পুত্রবতি হতে চায়,
যদি তোমায় মুজিব পুত্র করে পায়।
তুমি যদি আস আবার পূন:জন্ম নিয়ে,
আমি আর একটিবার মরতে চায় তোমার মা হয়ে।

শরীর আমার বৃদ্ধ বটে,
পুত্র আছে ঘটে ঘটে।
মগজ তাদের ধুলোর মতো,
দেশের ক্ষতি করছে যতো।

তুমি যখন শহিদ হলে,
তখন আমার নয় মাস,
মনে জন্মে ছিল আঁশ।
মুজিব বুঝি আসবে আমার কোলে!

হয়নি আমার ইচ্ছে পূরণ,
একটাই ছিল কারণ,
হানাদারের গন্ধে আমার ভরেছিল শ্বাস
কোল জুড়ে তাই এল আমার দেশের সর্বনাশ।
আমি এখন মরছি বার-মাস….

আবার আমার আঁশ জেগেছে,
তোমার মা হবো।
তুমি আমার কোলে জন্ম নিলে আমি মাতৃত্বের স্বাদ পাবো।

তুমি কি জানো ?
লক্ষ মায়ের বিষাদ আছে,
ভাসছে চোখের জলে।
তোমার মতো সন্তান কেন,
আসেনি তাদের কোল।

একটি মুজিব,
একটি দেশ,
সোনার বাংলাদেশ।
লক্ষ মুজিব জন্ম নিলে
হতো সব কান্নার শেষ।।