বাড়ি সাহিত্য কবিতা শুভ কামনা বন্ধু / কাসেম আলী রানা কবিতাচট্টগ্রামদেশসাহিত্য শুভ কামনা বন্ধু / কাসেম আলী রানা কাসেম আলী রানা প্রকাশিত : শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ 362 আমার বন্ধুর মন ভালো নেই চোখে লুকায় জল, আমি কেমনে ভালো থাকি হয়না আমার ছল! মেঘ কে বলি বৃষ্টি দাও গো কষ্ট ধুয়ে যাক, মিষ্টি লবন ঘামে ভিজুক আঁকা- বাঁকা নাক! দূর থেকে তার সুখ দেখবো কাছে যাবো না, চুপিচুপি বলবো তাকে শুভ কামনা। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো জাতীয় পতাকা / শিরিন আফরোজ এমন প্রাণবন্ত উদার ও হাস্যোজ্জ্বল মানুষ বিরল / অজয় দাশগুপ্ত আত্মসমর্পণ / মিলন বনিক