Site icon Shaili Tv

শেষটা সুন্দর হতে পারতো / নাজনীন লাকী

তুমি আমায় ডেকেছিলে কোনো এক সন্ধ্যায়
আমি ছুটে গেলাম সেই রাতে।
তুমিই প্রথম হাতটা ধরেছিলে ছুটন্ত রিকশায়,
আমি হাত বাড়িয়ে মুখটা রেখেছিলাম আড়ালে।
আমি চাইনি তুমি আমার ভেতরের খবরটা টের পাও,
হাতের স্পর্শে আমার ভেতরের আড়োলন শুনে ফেলো,
আমি চাইনি সেদিনই তুমি আমার হয়ে যাও একাকার।

আমি চেয়েছি তুমিই হবে আমার বারংবার।
সে আর হলো না এ কালে,
তুমি সুখ খুঁজে পেলে আপন সংসারে।
একবারও জানতে চাইলে না নিজের কাছে?
কেন মিছে ভালোবাসার ভান করেছিলে।
অযুহাত দিয়ে দিয়ে সম্পর্কের ইতি টানবেই যখন!
সত্য কিংবা মিথ্যে প্রণয়ের কেন এই ছেলেখেলা তোমার?
সেতো চাইনি কোনো বাহুডোরের বন্ধন।
তুমি শুরু করে দিলে ছেদন।
শুরুই যখন করেছো তবে শেষটা সুন্দর করলে না কেন?
কী এমন হতো যদি শেষটা সুন্দর হতো?

Exit mobile version