হারিয়ে যদি যাই কখনও দিনবদলের নিয়মে,
আসবো ফিরে আবার জেনো সবুজ মায়ার বাঁধনে।
চুপটি করে লুকিয়ে রব লজ্জাবতীর ডালে,
আলতো করে ছুয়ে দেখো লজ্জা পাবো বলে।
কাশের বনের নরম রোদ মাখাবো আমার গায়,
ঝুমকো লতা জড়িয়ে রবে নূপুর বাজবে পায়।
কাঠ গোলাপের সাদার মায়ায় খুঁজবো আমার মন,
মনের ভুলে ছিড়ো নাকো অমূল্য রতন।
বাঁশের ঝাড়ে,ঝিলের পাড়ে নরম কচি ঘাসের পরে,
আমার ছোঁয়া খুঁজে পাবে বৃষ্টি মুখর দিন দুপুরে।
পানকৌড়ির অবুঝ ডানায় রইবো আমি কচুরিপানায়,
ডুব সাতারেই দিন কাটাবো দীঘির স্বচ্ছ জলের খেলায়।
ডাহুক, ঘুঘু, ডাকবে আমায় নাম না জানা নতুন সুরে,
শ্যামলীমায় আসবো ফিরে শংখ চিলের ডানায় উড়ে।
বুক ভরে শ্বাস নেবো গন্ধে মাতাল বায়,
আমায় খুঁজে পাবে নিম,অসত্থ কিংবা বটের ছায়ায়।
পালাবদলের নিয়ম মেনে যাওয়া আসা নিত্যকায়,
ফিরে আমি আসবো যেনো এই বাংলার মৃত্তিকায়।