Site icon Shaili Tv

সংশয় কাটিয়ে

অঙ্গুলি হেলনে পরিবর্তন হয় সব অনেক খানি
বহুমাত্রিক পৃথিবীর চলমান জীবনধারা মানি…
আঙুলের বহুমাত্রিক ক্ষমতায়
মানতেই হয় তার অনবদ্য ছোঁয়া!
স্পর্শের আব্দারে ছুঁয়ে দিতে হয় কখনো
হাতের ছোঁয়াতে কেঁপে ওঠে মন কখনো বা..
আঙুলে আঙুল মিলে ঢেউ জাগিয়ে কখনো
প্লাবিত প্লাবন যেখানে একাকার আলোড়নে
তৃষ্ণার্ত অনুভব সেখানে ‘প্রেম’ হয়ে ইশারায়
খানিক শ্রাবণে,খানিক প্লাবনে তুমুল উষ্ণতায়!
ফিঙ্গারস ক্রসড এ মেতে ওঠে হৃদয় সংশয়ে-
Love me or Love me not !
ইচ্ছে পূরণে খুব যতনে দু’আঙুলে ধরে মৃদু হেসে
ঝরা চোখের পালক উড়ায় অস্থির হৃদপিণ্ড!
এরপর আবিষ্কারের প্রশান্তিতে দৃষ্টি মিলায়
বিপরীত কর্ণিয়া জোড়ায় আপন প্রতিবিম্বে—
তুফান হোক, টর্নেডো হোক,আছি আমি জানি
আমার অস্তিত্বের অঙ্গীকারে ঐ প্রচ্ছায়াতে মিশে..
কখনো সমস্ত সংশয় কাটিয়ে দ্বিধা উড়িয়ে
বিশ্বাসের বিনির্মানে আশ্বাস বেঁচে ওঠে এভাবেই।

Exit mobile version