Site icon Shaili Tv

সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ : ৫ লাখ টাকার বেশি হলেই ১০% কর

বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কাটার বিষয়ে স্পষ্ট করেছে। এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করে সেই অঙ্ক যদি ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে পুনঃবিনিয়োগের ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। বিদ্যমান চার ধরনের সঞ্চয়পত্রের মধ্যে শুধু পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ করা যায়। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশের আলোকে বৃহস্পতিবার এ বিষয়ে স্পষ্টীকরণ করে ব্যাংকগুলোর জন্য একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯-২০ অর্থবছর থেকে সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান করা হয়। আর বিনিয়োগের পরিমাণ এর কম হলে ৫ শতাংশ হারে কর কাটা হয়। আগে যে কোনো অঙ্কের বিনিয়োগের ওপর ৫ শতাংশ কর ছিল।

Exit mobile version