বিশ্ব সুরের বীণায় আজ শুনতে পাই মলিনতার ঝংকার
প্রতি প্রাণের ধ্বনিত পৃথিবীর একপ্রান্ত ছুঁয়ে আরেক প্রান্ত
দুঃসহ বন্দি ব্যথায় কাতরতা,
অনুভবে ক্ষণে ক্ষণে অনুকম্পায়
জর্জরিত ভালোবাসার গভীরতা,
স্থির অস্পষ্টে নিমজ্জিত যত
দুর্ভেদ্য জানা অজানা প্রেমময় আকুলতা।
সংজ্ঞাহীন প্রাণ,
নির্জীব গ্রাসে জীবন্ত দগ্ধ দিনরাত বিলীন-
ক্লেশ ক্লান্তি একাকার নিজে বাঁচবার ও বাঁচাবার,
চেনা অচেনা আড়াল পর্বতসম ভার।
সঞ্চয় সংকুচিত অদৃশ্য অবরুদ্ধ দ্বার
সংকট হাহাকার প্রলয় স্বচ্ছ যত অন্ধকার।
কেটে যাক, ঘুচে যাক আকুল প্রার্থনা-
আরও একবার
সবিনয় ভালোবাসার করি পুনরুদ্ধার।