পৃথিবী বদলে যাক
আবার তুমি আমি এক হবো
নদীর জলে পা ডুবিয়ে
বাদাম খাবো।
পৃথিবী ভরে উঠুক ফুলে ও ফসলে
আবার আমরা এক হবো
নবান্ন উৎসবে
সারারাত নতুন চাল কুটে
পিঠা আর পায়েস খাবো।

পৃথিবী বদলে যাক
নতুন সূর্যের উদয়ে পুড়ে যাক
নষ্ট পৃথিবীর নষ্ট চামড়া,
পৃথিবী নতুন করে সাজাবো আমরা।
সবুজ গালিচা দিয়ে সামিয়ানা
নীল মেঘের আবরণে
সাজবে আমাদের মধুবাসর
শিশিরের প্রতিটি বিন্দু
হবে প্রকৃতির আশীর্বাদ।

পৃথিবী বদলে যাক
আবার এক হবো দু’টো হৃদয়
লিখবো হৃদয়ে জমানো
কথার কাব্য
শুধু সেটুকু সময়
আমায় দাও গো প্রিয়
যতদিন পৃথিবী না বদলায়।