Site icon Shaili Tv

সমর্পণ / সংযুক্তা চৌধুরী বড়ুয়া

জলন্ত অগ্নি, তীব্র দহন,
অনলে অনল, পুড়ে ছাই।
শামুকের খোলসে ঢাকা মুখ,
নিজেকে লুকাই
গাত্রদাহ, নির্মম জ্বালাময়,
হিমিকা স্পর্শে, সমর্পণ,
সহসাই করি, নির্বাপণ।

অধরা, দেয়না ধরা,
নেই সম্প্রীতি, থাকে অস্পর্শ,
হৃদপিণ্ড, কাঁপে থরো থরো,
হৃৎকমল স্পর্শ করো।

এবার তবে, খোল অবগুণ্ঠন,
নিয়মের করো না লঙ্ঘন,
সাথি হোক, যোগ- মনি’কাঞ্চন।

Exit mobile version