১. একটি নির্ঘুম রাত এবং অপরাজিতা

আমার বারান্দার অপরাজিতা গাছে
আজ অনেক পাতা,
মনে আছে তোমার?
সারারাত জেগে যখন কথা বলতাম
তখন একটা একটা করে
অসহায় গাছটার পাতা ছিঁড়ে ফেলতাম,
তুমি খুব রাগ করতে,
বলতে ফুলগুলো রেখেছ কেন?
ওগুলো ও ছিঁড়ে ফেলো।
পাতাহীন গাছটার নীল ফুল গুলোতে,
আমি তোমাকে খুঁজে পেতাম তাই ছিড়তাম না।
এমন অনেক রাত যখন হত,
যখন আমি জ্বলে থাকতাম
আর তুমি নিভে যেতে
আমি অপরাজিতা ফুলগুলোর সাথে কথা বলতাম।
আমার বারান্দার অপরাজিতা গাছে
আজ অনেক পাতা,
শুধু ফুল নেই।
কারণ তুমি নেই,
কারণ কথা নেই

২. অন্ত্য

কিছু কথা তুমি বলো
কিছু বলি আমি
কিছু কথা থেকে যায়
কেউ বলিনি।

কিছু প্রেম আমার থাক
কিছু নিও তুমি
কিছু প্রেম অস্ফুট
কেউ বুঝিনি।

কিছু স্বপ্ন তুমি আঁকো
কিছু দেখি আমি
কিছু স্বপ্ন গুমরে কাঁদে
কেউ দেখিনি।

কিছু অভিমান তোমার বুকে
কিছু জমিয়েছি আমি
কিছু অভিমান মেঘ হলেও
কেউ কাঁদিনি।