মনের তাগিদে ছুঁয়ে যাওয়া অভিসার,
কখনো দেয়নি সাড়া আছে এটুকু অধিকার।
বারবার ফিরে আসে পাখপাখালির রণাঙ্গন,
প্রকৃতি তার খেয়ালে
জুড়ে দেয় অভিনব সমাগম।

তুমি ডাকলে অনুরাগের ছোঁয়ায়,
আমি মুগ্ধ ওই চোখের ভাষায় ,
ইচ্ছে তো করে মনের মানুষ জড়িয়ে রবে নীরবে,
কাঙ্ক্ষিত প্রণয় অব্যক্ত ভালোবাসায় সে আমারই হবে,

রিক্ত আমি সিক্ত প্রিয়জনের আকাঙ্ক্ষার বিনয়ে,
স্বপ্নচারী হয়ে আছি অকুণ্ঠ অনুভবের প্রেরণায়,
চলতে চলতে আমার পথে হলো দেরি,
হৃদয়ের সাধনা অবুঝ ভাবনা
মনে হয় প্রভাতফেরী,
চাই শুধু থাকো হয়ে তুমি আমার,
মনের গহীনে উজাড় করে রেখো এই দায়ভার,
ভালবাসায় ভালবাসা হৃদয়ের প্রত্যাশা,
হোক চিরঞ্জীবী তোমার মাঝে আমার অভিলাষ,
থরে থরে সাজানো তোমাকে নিয়ে আমার অনুভবের বাগান বিলাস।