শ্মশানের চিতায় দাউদাউ আগুনের ধোঁয়া
পুড়ছে নিথর দেহ পুড়ছে ভালোবাসা মায়া।
চোখের জল শুকিয়ে চৌচির গলা কাঁপছে
কে যেন হাত বাড়িয়ে কাছে ডাকছে।
অভিমান ভুলে ফিরে তাকাওনি পেছন পানে
ডাহুক পাখির মতো তৃষ্ণার্ত ক্লান্ত অন্তর জানে।
কষ্টের নীল সমুদ্রে শুধু অপেক্ষায় ছিলো মন
কবে তোমার কাছে যাওয়ার পাব নিমন্ত্রণ।
সময়ের সন্ধিক্ষণে জটিলতা বেড়েছে
কমেনি এতটুকু দুরত্ব, সুখ ঘর ছেড়েছে।
আজ সব জলাঞ্জলি দিয়ে চলেছ অন্য পথে
চির নিদ্রায় যাত্রা করেছ সাজানো রথে।
কিছুই পড়বে না মনে তোমার, তাই হাসি মুখ বিদায়ে
বেঁচে থেকে সব কষ্টের আঘাত নীরবে যেতে হবে সয়ে।