আলো ঝরা সোনা ঝরা মিষ্টি সকাল
রূপের মায়ায় প্রাণের ছায়ায় আমিই নাকাল।
মিষ্টি হাসি মিষ্টি ঘ্রাণ মিষ্টি ভালোবাসা
সবুজ মায়ায় বেঁধেছি যে আনন্দ বাসা।
প্রেমের পদ্ম ফুটে থাকে ঐ তালপুকুরে
গ্রাম্য কিশোরী সাঁতরে বেড়ায় মধ্য দুপুরে।
নবীন হাওয়ায় নবীন চাওয়ায় শুনেছি গান
তোমার হাতে আমার হাতে ধানশালিকের প্রাণ।
শীতল বাতাস শীতল ছায়া বড্ড মাখামাখি
সুন্দরও তুমি সুন্দরও আমি আমারও পরানপাখি।