Site icon Shaili Tv

সুলতানা নীলুফা’র দুটি কবিতা

১. বিষ

হতো —
যদি দেখা
স্রেফ আরেকবার
চুমু ঠোঁট গলাগলি
আমাদের এই লুকোচুরি
সাঁতার, সাঁতার
পিঠের পিছনে বিষ
ধূলোমাখা পথ
কঠিন কন্টক তবু
তবে–
জানা হলো
ইশকার দরগাহ্।

২. ফাগুনে

নিশ্চুপ নির্ভয়ে সরে যাবো
একমুঠো প্রাণভিক্ষা

পড়েছো গলায় রজ্জু
দরজায় নেড়েছো কড়া–

নিরুত্তর আমি
যায় যায়
যা বলার বাকি
অনুক্ত সময়–

আমার খুচরো
তোমার গুনতি
ভেঙে পড়া এ আকাশ
ফাগুনে সয়লাব।

Exit mobile version