Site icon Shaili Tv

সেদিন /শামীম ফাতেমা মুন্নী

তীব্র প্রেমের বানে ভেসে যাচ্ছিলো সব …
ছিলো অনেকেই দুজনার মাঝে…
কামনা-বাসনা-আকাঙ্ক্ষায় ভালোবাসার স্পর্শে!

ছিলো মায়াবী মদির দু’জোড়া দৃষ্টির পেলব ছোঁয়া,
কপাল বেয়ে ধীরে খুব ধীরে নেমে আসা তৃষ্ণার্ত চুমু…
আবদ্ধ দুচোখের পাতাই জানে কেবল তার নিবিড়তা!

রাজহংসী কণ্ঠে আদরের উষ্ণতায় বেড় যাওয়া বুকের স্পন্দন
কান পেতে শোনা নরম চুলের ছোঁয়ায় ডুবোনো সোনালি মুখ,
আলতো চুম্বনে কেঁপে ওঠা পায়ের পাতা জানে সে গ্রহণের সুখ!

লোমশ বুকের বাহুডোরে কিছু প্রতিশ্রুতি, কিছু অশ্রু,
ভিজে যাওয়া দুটো শরীরের আলিঙ্গন
ঢেকে রাখে সফেদ এক নকশি কাঁথা তার মায়ায়…!

সেদিন আরো কেউ ছিলো উঁকি দিয়ে মুগ্ধতায়,
ফ্যানের হাওয়ার তীব্রতায় সরে সরে যাওয়া পর্দা
আর পর্দার ওপাশে মেঘবিলাসী রূপালি পূর্ণিমার সোনালি চাঁদ।

Exit mobile version