আমার খোকা সেরা খোকা
বিশ্ব করবে জয়
তিনে তিনে যোগ করলে
বলে গোটা ছয়।
আইনস্টাইন আর নিউটন
খোকার শিষ্য হবে,
আমার খোকা ঘরে ঘরে
আলো দিবে তবে!
আমার খোকা সেরা খোকা
বিশ্ব করবে জয়
তিনে তিনে যোগ করলে
বলে গোটা ছয়।
আইনস্টাইন আর নিউটন
খোকার শিষ্য হবে,
আমার খোকা ঘরে ঘরে
আলো দিবে তবে!