Site icon Shaili Tv

স্বপন দত্তের কবিতা ‘গোপন একটি রেহেল আছে আমার’

গোপন একটি রেহেল আছে আমার,
দেখা যায় না, আমিই কেবল দেখি।
আমার স্বপ্ন আমার ভালোবাসা
পেতে রাখা রেহেল জুড়ে থাকে,
বিদ্যাপতি রূপকথা সংহিতা
রজকিনী থাকেন চণ্ডীদাসও।

আমি কোনোই লিখি নি মেঘদূত
তুমি আমার কালের উপনিষদ
প্রতিটি দিন পাঠ করি তোমাকে
আমি তোমার অর্থ বুঝতে চাই।

কেউ জানে না এ প্রেম পাঠের কথা
দেখে না কেউ মুগ্ধ পাঠের ধ্যান,
মন হারালো অথই উড়ন চুলে
বন্দী আমার ভাগ্যরাতের তারা।

তুমি কি জানো পৃথিবী জুড়ে আজ
কস্তূরীমৃগ সুগন্ধে মাতোয়ারা,
অন্বেষণের দুর্লভ কারুকাজে
কোথায় রেহেল পায় না হদিশ কেউ।

তোমাকে চিনবো কোনো না কোনোদিন
পাগলপারা হৃদয়ে খুঁজে খুঁড়ে,
তুষার যুগের নীরব নিথর হিম
গলে গলে যাবে তোমাকে আবিষ্কারে।

Exit mobile version