Site icon Shaili Tv

স্বপ্নময়ী বৃষ্টি / নান্টু বড়ুয়া

বর্ষা তোমার প্রিয় বলেই প্রতি বানে ভাসাই স্বপ্নের ভেলা।
আশার দাঁড় দিয়ে করি কুলের সন্ধান।
আর তোমার পছন্দ ও প্রিয় কদম ফুলের মালা নিয়ে রোজ অপেক্ষাতে রই।
তুমি আসবে চড়বে আমার স্বপ্নচারিত ভেলায়,
আমি-তুমি দু’জন মিলে পাড়ি দেবো দূর অজানায়!

বৃষ্টির অঝোর ধারায় ঝরে আমার স্বপ্নময় মুকুলগুলো,
ঝড়ে ঝরা কদফুলের মতো পড়ে থাকে হেথা,
অনাদরে কদম তলে আমার স্বপ্নের মুকুল।
এ মুকুল আর কোনদিনই প্রস্ফুটিত হবেনা।
যদি তুমি না এসে হাত ধরে বলো,
চলো ওঠো হ্যাঁ কবি,
আজ গাহি তবে বর্ষার গান —
“রিমঝিম এই বৃষ্টিতে
গাইতে ভালো লাগে,
ভিজতে ভালো লাগে।”

বৃষ্টি, তোমাকে নিয়ে যে স্বপ্ন মগ্ন ভালোবাসার প্রাসাদ রচনা করছিলাম,
ভাবিনি ঝড়ের তোরে জীর্ণশীর্ণ হয়ে ভেঙ্গে খানখান হবে হৃদয়!
প্রাণের চাইতেও অনেক বেশি তোমাকে —!
আজ তাই আহত হৃদয় নিয়ে ব্যালখনিতে বসে তোমার ঝরে যাওয়া দেখি।

কদম ফুলের ডাল হাতে নিয়ে নাড়তে নাড়তে বলতে কতদিন আর এভাবে –;
চলো ঘর বাঁধি।
এরপর আসলো ঢল!
প্রবল স্রোতে ভেসে গেলাম দু’জন দু’মেরুতে।
হলাম চির অচেনা। তবুও প্রতি বর্ষায় প্রহর গুনি তোমার অপেক্ষায়।
তুমি আসবে, তোমার অঝোর ধারায় ভিজিয়ে দেবে মরু এই তপ্ত হৃদয়।

Exit mobile version