কল্পনা আছে বলে
দূরে থেকেও কাছে পাই
কল্পো সীমানায়।

অনুভূতি আছে বলে
অনুভবে ছুঁয়ে যাও অদৃশ্যতায়
কখনো চিন্তায় কখনো মৌনতায়।

ভাবনা আছে বলে
ফিরে যাই অতীতের সেই দিনগুলোই
যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজে বেড়াই।

স্বপ্ন আছে বলে
আজো স্বপ্ন দেখি তাই
হাজার লোকের ভীড়ে খুঁজে পাব তোমায়
সেদিন অপলক তৃষ্ণার্থ চোখে চোখ রেখে
কথা হবে দৃষ্টির মগ্নতায়।