নীলের সাথে মেঘের বেশে জড়িয়ে আছে মন
দুখের কখা সুখের কথা বলি ক্ষণে ক্ষণ ।
ইচ্ছে বলে কষ্ট ছাড়া নেই কি তেমন কিছু
মন ছুটে যায় নীলের কাছে স্বপ্নরা নেয় পিছু ।
রোদের গায়ে বহে বাতাস শান্ত ঝলোমল
মনের আলোয় স্বপ্ন জ্বলে জলে টলোমল ।
জোছনামাখা মায়াবী চাঁদ দেয় মনে ঠিক উঁকি
স্বপ্নগুলো হাসে মনে, নেই তো লুকোলুকি ।
সুখের ছোঁয়ায় মন -নদীতে স্নিগ্ধ শিহরণ
ছলাৎ ছলাৎ খুশির জোয়ার কারণ অকারণ ।
দখিন বাতাস সুবাস আনে উতলা মন দ্বারে
সুবাস পেয়ে মনটা বেড়ায় শান্ত নদীর পাড়ে ।
স্বপ্ন বেড়ায় পাখির ডানায়, বেড়ায় নীলে নীলে
জড়িয়ে নিতে ইচ্ছে ছোটে সাধনা বন ঝিলে ।