তোমার যেমন ইচ্ছে ছিলো আরো ঘনিষ্ঠ হতে,
একটুখানি ছুঁতে,
আমারও তেমন ইচ্ছে ছিলো তোমার পরশ পেতে,
সাহস হয়নি তাতে।
মনোহর প্রেম আপন মনে শুধুই চোখাচোখি,
ছিলোইনা মাখামাখি,
ঘুরে ফিরে সেই সুমধুর প্রেম মনেমনে মোরা সুখী,
সবাইকে দিয়ে ফাঁকি।
সেদিনের প্রেম সুখভাবনায় বেশ আনন্দ ছিলো,
প্রেমের আকুতি ছিলো,
সঙ্গ চাওয়া,সঙ্গে যাওয়া কতোনা মধুর ছিলো,
সেদিন হারিয়ে গেলো,
গানেগানে দেখা গানেগানে প্রেম বারবার পেতে চাই,
এথায়,ওথায়,সেথায়,
অপূর্ব সেই ভালোলাগা ক্ষণ সকাল বিকেল সন্ধ্যায়,
আমি ভীষণভাবে চাই।
স্নিগ্ধ হাওয়ায়,গোধূলি বেলায় তোমার সুবাস পাই,
আমি আনমনা হয়ে যাই,
মনের গভীরে গোপনীয় প্রেম কলঙ্কদাগ নাই,
স্মৃতি অক্ষত হায়।
কবে হারিয়েছে মধুর ক্ষণটি যাকগে সেকথা যাক,
প্রেমটুকু শুধু থাক,
ভোলাতো যায়না,পুরনো নতুন ভাবনা ফুটতে থাক,
স্মৃতিটুকু শুধু থাক।।