Site icon Shaili Tv

‘হাসবে বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন /এম কামাল উদ্দিন

কবি-ছড়াশিল্পী গোফরান উদ্দীন টিটুর “হাসবে বাংলাদেশ” কিশোর কবিতা বইয়ের মোড়ক উন্মোচন হলো সম্প্রতি শৈলী কার্যালয়ে। বইটির মুদ্রণ তত্ত্বাবধানে ছিল আইকো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, প্রাবন্ধিক ও গবেষক নেছার আহমদ, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল, শিশুসাহিত্যিক আজিজ রাহমান, শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, শিশুসাহিত্যিক রূপক কুমার রক্ষিত, লেখক এস এম আবদুল আজিজ, কবি মনজুর আহমেদ, কবি সৈয়দা সেলিমা আক্তার, শিশু শিল্পী রাদিয়া নাশরাহ ও বইয়ের লেখক কবি গোফরান উদ্দীন টিটু। বক্তারা বলেন, হাসবে বাংলাদেশ” গোফরান উদ্দীন টিটুর কিশোর কবিতার চমৎকার বই। এই বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। অলংকরণ করেছেন শিল্পী নাটু বিকাশ বড়ুয়া। বক্তারা প্রত্যেকে নিজ নিজ বক্তব্যে লেখকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

Exit mobile version