Site icon Shaili Tv

২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৬ জনের নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২০ জন। এইদিন মৃত্যু হয়েছে একজনের। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৫জন, বিআইটিআইডিতে ৯ জন, চমেক ল্যাবে ১৮জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

Exit mobile version