প্রশংসা তুলে রাখে
তালা মারা সিন্দুকে,
তারপর খোলা চিঠি
লিখে যতো নিন্দুকে।
সেই চিঠি উড়ে যায়
নগর ও কত গ্রাম
নিন্দুক খুশি হয়
রটে যদি বদনাম।
তারপর, তারপর?
বৃষ্টির আসমান
প্রশংসা বারি ঝরে
চারদিকে জয়গান।
বৃষ্টির সে ধারায়
নিন্দা’রা চুপসায়
ভেসে যায়, করোতায়া
পদ্মা ও রূপসায়।
অতঃপর তিল, তাল
বৃত্ত ও বিন্দুকে
এক করে কান্নায়
ভেঙে পড়ে নিন্দুকে।
সাবধান, সাবধান
করিও না নিন্দা
ভালো করো, ভালো বলো
কেন শরমিন্দা?
তোমারও তো ভালো হয়
অন্যের ভালো তে
ছোট হোক, তবু আশা
জোনাকির আলোতে।
বড় হও ছোট হও
থাক যদি মধ্যে
প্রশংসা তুলে ধরো
গদ্য ও পদ্যে।