Site icon Shaili Tv

অনন্ত সুখের ঠিকানা / রূপক কুমার রক্ষিত

সীমায় বাঁধা জীবনতরী খানি
দোলে চলে স্বপ্ন-রথে,
নিয়তির টানে অসীমের পানে
সুখে-দু:খে আঁকা পথে।

সীমার ভাবে অসীম মহিমা
সবার রয়েছে জানা,
অসীমের মাঝে সীমার গাঁথা
অনন্ত সুখের ঠিকানা।

চন্দ্র -সূর্য, তারা-আকাশ কি
হয়েছে কারও কভু দেখা?
সীমিত জ্ঞানে বুঝেছে সকলে
বিধাতার বিশালতা।
জীবন জুড়ে মনের ঘরে
সাজানো কত বাসনা,
সৃষ্টি-সুখের এ মহা আয়োজন
বিধাতার করুণা।

লালসায় ডুবে হীনতায় যদি কেউ
মানুষের ক্ষতি করে,
নিয়তি গড়ায়ে শান্তি হারিয়ে
অসহায় কেঁদে মরে।
স্বর্গের পথে না চলে যদি হায়
জড়ায় নরক যাতনা,
দুঃখের সীমানা পেরিয়ে কেমনে
জাগাবে সুখের চেতনা?

Exit mobile version