বিনিদ্র রাত যতই অন্ধকারের গভীরে ডুবছে
আমি হারাচ্ছি ততোই তোমার ভাবনার অতলে
কতদিন দেখি না তোমাকে
কতদিন কথা হয় না চোখে চোখে,
দূরের আকাশে তারাদের সাথে গেছ মিশে
দিনের আলোয় খুঁজে পাই না আর তোমাকে
রাতের অন্ধকারে কাছে আসো মমত্ববোধে।

কত কথা বলার ছিল
কত স্বপ্ন পূরণের ছিল অঙ্গীকার।
কত পথ পাড়ি দেয়া বাকি ছিল
আজ যেন সব মিলিয়ে গেছে বহুদূরে।
এত কম সময় নিয়ে কেন এসেছিলে পৃথিবীর পরে?
আমাকে কেন দিয়ে গেলে দায়িত্বের বোঝা কাঁধে তুলে।

জীবনের সমীকরণ মেলাতে বারবার তোমাকে খুঁজি
যখনি আমি অসহায় হয়ে পড়ি,
তখনি আমার সম্মুখে এসে দাঁড়া ও তুমি
মনের গহীনে পাই অফুরান শক্তি।
আবার পথ চলি টানাপোড়েনের মাঝে,
অদ্ভুত সুন্দর এক অনুভূতি জাগে
ভাবি এই তো প্রেম, এই তো ভালোবাসা
এই তো তোমার কাছে থাকা।

গভীর নিশুতি রাত নিস্তব্ধ চারিদিক
অসীম শূন্যতার মাঝেও যেন অপার মুগ্ধতা
মনে আছে বলেছিলে যত দূরে যাও তবু ও
থাকবে মনের কাছাকাছি,
আজো আমি তাই
তোমার স্মৃতির মায়াজালে নিজেকে খুঁজি
দীর্ঘশ্বাসের গল্পে বিভোর হয়ে অহেতুক স্বপ্ন আঁকি।
জোনাকি আলোয় তোমাকে খুঁজে বেড়াই
কিছু অব্যক্ত কথামালার জাল বুনে যাই।