তুমি আকাশের মতো
তোমার বুকে দাপিয়ে বেড়ায় গনগনে সূর্য,
রাত এলেই ঝিকিমিকি নক্ষত্র শতো।
তোমার হাতেই আগল ভাঙ্গার অদৃশ্য তূর্য।
আমি অবাক হয়ে রই!
ফুলের দামে তুমি প্রেম বিলিয়ে যাও;
যদিও আমি এমন কিছু নই!
দেখি, ভাঁট ফুলও তুমি বুকে জড়িয়ে নাও!
তোমার কথা ভেবে রঙধনু হতে চাই,
থাকবো তোমার বুক জুড়ে;
কারণ, আকাশ তো একটাই;
আমি আসবো মেঘরাজ্য ফুঁড়ে।