অপ্রস্তুত বিস্ময়ে কেটে গেছে
বেশকিছু সময়- ঘোর বর্ষার;
চাঁদডোবা অন্ধকারে
দিঘির জলের মতো
কালিমাখা রঙে
ছেয়েছে চারদিক!
ধরণী ঘুরে দাঁড়ালে–
আগামীটা আঁকবো আবার,
সে সময় আমাদেরই হবে-
তোমার-আমার;
প্রকৃতিকে যত্নে রাখার।
অপ্রস্তুত বিস্ময়ে কেটে গেছে
বেশকিছু সময়- ঘোর বর্ষার;
চাঁদডোবা অন্ধকারে
দিঘির জলের মতো
কালিমাখা রঙে
ছেয়েছে চারদিক!
ধরণী ঘুরে দাঁড়ালে–
আগামীটা আঁকবো আবার,
সে সময় আমাদেরই হবে-
তোমার-আমার;
প্রকৃতিকে যত্নে রাখার।