১.যে আমাকে
এসে যে আমাকে চায়
শেষে আমার কথা গায়
রোদ্দুর এক আমাকে দেয়
আলোর বুকে ঠাঁই।
মেশে যে আমাকে টানে
শেষে ভরিয়ে দেয় গানে
কোকিলকণ্ঠী সে পাখিটাই
আপন করে জানে।
ভেসে যে আমাকে মাখে
শেষে সুবাস আনে নাকে
জুঁই ফুল বেশ রঙ ছড়িয়ে
আপন করে ডাকে।
হেসে যে আমাকে পড়ে
শেষে আমার কাছে ঝরে
বৃক্ষই তো সবুজ সবুজ
আমাকে দেয় ভরে।
ঘেঁষে যে আমাকে গোনে
শেষে বাজে মনের কোণে
বিষ্টিই যেন আমার জন্য
আনন্দজল বোনে।
২. আলোর পাখি সেজে
তুমি বুঝি পাখির মতো সেজেছো!
এমন কি সেই পাখির সুরে বেজেছো!
তাই যদি হয় তুমি নজর ফেলেছো
খুব ভোরে চোখ দুটো সবে মেলেছো
আলো আঁধার খেলায় যেন মেতেছো
সে খেলাতে তোমারও মন পেতেছো
দেখছো আলো তাড়িয়ে বেড়ায় কালোকে
কালো লুকোয় ভয় করে সেই আলোকে
সেই আলোতে স্বপ্ন হাজার খুঁজেছো
স্বপ্ন বুনে ফসল হবে বুঝেছো
আলোর পথটা তাইতো বেছে নিয়েছো
কুড়িয়ে আলো মন ভরিয়ে দিয়েছো
ভাববো তখন আলোর পাখি সেজেছো
সে পাখিটির সুরে সুরে বেজেছো।
দেখবে হঠাৎ জয়ের কোনো ইশারা
ভুবন জুড়ে পড়েছে আজ কী সাড়া!