আজ বৃষ্টির শব্দ শোনার দিনে
কথারা ঠোঁটের উপর বন্দী
বৃষ্টি বাতাসে ভাব কথার গুঞ্জন
শিল্পীর রঙ তুলিতে মনের কোণে।
বৃষ্টির শব্দ শোনার দিনে নিস্তব্ধ উদ্যান
বৃষ্টির মুষলধারা ঝিরিঝিরি ঝনঝন
অবিশ্রান্ত বরিষণ তুমুল ছন্দে
পায়ের আওয়াজ বিঁধে শ্রবণে।
বৃষ্টির শব্দ শোনার দিনে
এলে একগুচ্ছ কদম হাতে
নৃত্য বিভোলে বৃষ্টির বাদ্য তালে
সিক্ত পাতার বাঁশি সুরের গোপনে।
আজও সেই বৃষ্টির শব্দ শোনার দিন!
হাত বাড়িয়ে ছুঁই,
কদম সিক্ত পাতার বাঁশি
ঘোরভাঙ্গা ভোর ক্লান্তশ্রান্ত বৃষ্টির প্রহর
ধুলোয় মোড়া
একটি ডায়েরির গোধূলিকাব্য শিরোনামহীন।