ফুলের বাগানে ফুলের শোভা দেখে দেখে
নিজের বুকে ফুল ফোটায় কেউ কেউ,
কণ্টকের যন্ত্রণা আড়াল করে
আবেগী মনের যত্ন করে সুখ সমুদ্রে পাড়িও জমায়।
যেজন জলের গন্ধ চেনে;
সে দূরে গেলেও পাখির মতন উড়ে এসে
বসে আঙ্গিনার ঠিক প্রিয় বকুলের ডালে।
চোখের মন আর মনের চোখকে
জড়ো করে নেয় এক লক্ষ্যে,
বহিরঙ্গের গ্রাস থেকে অন্তরঙ্গকে বাঁচিয়ে রাখে সযতনে,
ব্যাপারটি দুরূহ বটে,
কিন্ত আত্মসুখের।