মুজিব মানেই বিশ্বের মাঝে স্বাধীন একটি দেশ
মুজিব মানে বাহান্নর ভাষা
মুজিব মানেই কবিতাগ্রন্থ মুক্তির আশা
মুজিব মানে লাঞ্ছিত দের চলার পথ নির্দেশ।
মুজিব বলতে মনে আসে একাত্তরের কথা,
মুজিব মানেই ইতিহাসের এক বীরের কাব্য গাথা
মুজিব মানেই রাষ্ট্রনায়কের কোমল মানবতা।
নির্যাতিত জাতির জন্য জীবন-মরণ করেছে পন,
যুদ্ধের ডাকে বাঙালিকে এনে দিলো স্বাধীনতার ধন।
এমন মহান পুরুষ কে স্মরণ করতে সংশয় হয় যার
সে কখনোই বাঙালি ছিলো না, সে তো দুরাচার।
জাতির জনক বঙ্গবন্ধু জয় বাংলা জয়,
বাংলার মাটিকে ভোগ করিস, তবে কেন দ্বিধা রয়?
বাংলার মাটি শহীদের রক্তে স্নাত
হওয়া এক দেশ,
দেশদ্রোহীদের ক্ষমা করে দিয়ে নিজেকে করেছে শেষ।
মুজিব মানেই বিশ্ব মাঝের স্বাধীন একটি দেশ।