তোমার আকাশ ভীষণ রঙিন
রঙধনুর এক রাজ্য
আমার প্রেম ভীষণ বেসামাল
তোমার চূড়ায় জাগলো ভীষণ চূড়
তোমার বাজার ভীষণ চড়া
মাছ মাংসে আমিষ প্রোটিন ঢের
আমার বিকেল বিষন্নতায়
কফির মগে ছটফটে এক বুদবুদ!
২.
বৃষ্টি ভীষণ চঞ্চল মন
রোদ বৃষ্টির খেলা
সন্ধ্যা মালতি ভিজছে সুখে
চিলেকোঠায় অঝোর বৃষ্টিধারায়!
ব্যালকনিতে ভেজা চুলের
গন্ধ নিচ্ছো খুব
মাঝপ্রেমেতে সন্ধ্যেবেলায়
তুমি আমি মগ্ন ভীষণ চুপ
৩.
বুকের ভেতর কাটছে পোকা
ধুকপুকানি চিঠি
ছন্নছাড়া প্রেম যেন এক
ধুকছে পাহাড় ঝুমি
একটু দাঁড়াও প্লিজ
ক্লান্ত ঠোঁটে আলতো চুমু
এঁকে দিচ্ছি সুখ!