কন্যা, জায়া, জননী,
গড়েছে বিশ্ব ধরণী,
জন্মেছি যে নারীর গর্ভে
প্রণাম গর্ভধারিণী।
আমি সৃষ্টি করেছি যা কিছু কল্যাণ,
পুরুষের পাশে দাঁড়িয়ে,
সৃষ্টি করেছি যা কিছু মহান
মমতার হাত বাড়িয়ে।
সাগর সেচে মুক্তা এনেছি
পাহাড় করেছি জয়
নক্ষত্রের দেশ দিয়েছি পাড়ি
অসাধ্য আজ কিছু নয়।
আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি
করতে অসুর বধ
অসুন্দরের বিনাশ করেছি
গড়েছি স্বর্গ রথ।
আমি বহ্নি, আমি অগ্নি,
পুড়িয়ে দিয়েছি
পাপ তাপ যত,
ভাবিনি অবুজ তন্বী।
দুঃখকে করেছি চির আপন।
সুখকে করেছি ভাগ,
সংসারেতে স্বর্গ এনেছি
করিনি কভু পরিতাপ।
চাই না কখনো চুন্নি পান্না
চাই না কখনো ধন,
চেয়েছি কেবল ভালবাসা
আর শ্রদ্ধার সিংহাসন।