Site icon Shaili Tv

আমি একদিন / রিফাত ফাতিমা তানসি

আমি একদিন; বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ বকুলফুলের নরম পাপড়ি
হতে গিয়ে আবার সে গাছটিই হতে চেয়েছিলাম।

আবার একদিন; শাদা কুয়াশার চাদরে হিম হয়ে যেতে যেতে
আবার রৌদ্রতাপে রূক্ষ কটকটে মৃত্তিকা হতে চেয়েছিলাম।

এবং আরেকদিন; ভরা জোৎস্নার ঝলসে দেওয়া আলোতে
নাইতে নাইতে টুপ করে কৃষ্ণপক্ষের অচেনা রাত হতে চেয়েছিলাম কিন্তু।

তারপর একদিন; দুকাঁধে সারি সারি মেঘের পালক বেঁধে
উড়তে উড়তে আবারও গগনে আদরস্পর্শ মাখাতে চেয়েছিলাম।

তারপরেরও একদিন; রঙিন বসন্তের আলাপন শুনতে শুনতে
সুরেলা কোকিল হতে গিয়েও আবার পরভৃৎ কূলের প্রতি হঠাৎ
কী এক মায়ায়, বেসুরো কাকই হতে চেয়েছিলাম।
অবাক হয়ে লক্ষ্য করলাম;
একদিন সযত্নে আগলে রাখা তোমার নীল ডায়েরীর ভাঁজে
থাকার প্রতিজ্ঞা নিয়ে আবার মুহূর্তেই সেটি ভুলে গিয়ে
সেখান থেকে উঠে এসে দৃশ্যমান প্রেমিকা হয়ে
তোমার হাতদুটো ধরার দৃঢ়প্রতিজ্ঞাও করতে চেয়েছিলাম আপ্রাণ।

কিন্তু এ জনমে আর কিছুই বোধহয় করা হলো না আমার!
সবকিছুই কেমন যেন এলোমেলো হতে হতে
শুধু এলোমেলোই হয়ে গেল! অন্যকিছুই আর হলো না!

আর সকল ভাবনাগুলো কীভাবে জানি নিস্ফলা বংশবিস্তার
করার মধ্য দিয়েই কী রোমান্টিক জুটি বাঁধা শুরু করে দিল
একাকী নিরালায় আনমনা হয়ে বসে বসে!

Exit mobile version