গ্রীষ্মের খরতাপ পোড়াতে পারেনি আমায়
কৃষ্ণচূড়ার দগদগে রঙ খেলছে বুকে
নতুন করে পুড়ে যাওয়ার ভয় নেই তাই।
এরপর ঝরঝর বৃষ্টি নিয়ে এলো বর্ষা
বানে ভেসে গেলো ঘরদোর রাস্তাঘাট সব
আমি ভেসে যাই না, খুঁটির মতো
ঠায় দাঁড়িয়ে থাকি খরস্রোতে
শরত আসে। হেমন্ত চলে যায়
নীল আকাশ কিংবা ধানের মৌ মৌ গন্ধ!
কিছুই আমাকে আর চুম্বকের মতো টানেনা।
শীতের তীব্রতা সৃষ্টি করেনা কম্পন,
কোনো এক প্রতারক বসন্তের কারণে
আমি ছেড়ে দিয়েছি ঋতুকে ভালোবাসা
বসন্তের স্নিগ্ধ আগুন আমাকে পোড়ায়
গ্রীষ্মের চাইতেও তীব্র খরতাপে।
আমি ছেড়ে দিয়েছি ঋতুর পথে যাওয়া আসা।