আষাঢ়ে গল্প শুরু হয়, হয়না কোন ইতি
মনের মধ্যে রয়েছে যে দারুণ কিছু স্মৃতি।
সেদিন ছিল অমাবস্যা থমথমে রাত নিঝুম
হারিকেনের টিমটিমে আলোয় পাচ্ছে শুধু ঘুম।

বাইরের ঝুম বৃষ্টি বুকে পিটায় হাতুড়ির ঘা
কী ভয়ানক রাত্তিরে বাবা শেষ যে হয় না তা।
দরজার ফাঁকে বাতাস ঢুকে ভয়ংকর এক শব্দ
ভুতুড়ে আওয়াজে নিমেষেই যেন হয়ে গেলাম জব্দ।

একি কোন ডাইনির আওয়াজ এমন ভীষণ রাতে,
অমাবস্যার নিশীথে বুঝি নিতে এলো সাথে।
বৃষ্টি থামার নামতো নেই বৈরী হাওয়ায় উড়ে
বিভীষিকার মধ্যরাতে শিকার ধরে পাড়ে।

হঠাৎ করে হারিকেনের আলোটি গেলো নিভে,
মনে হলো আমি আর নেই ভয়ে জীবন গেলো চুবে।
ভোরের বেলায় একে ওকে বলছে সবে, অজ্ঞান আমি ভাই,
ঝড় বৃষ্টির লেশমাত্র চিহ্ন কোথাও কিছুই তো নাই।