নিটোল পাহাড় সবুজ বনানী ঘিরে রয় চারিপাশ,
মুক্ত অমল হাওয়াটুকু পাই একটু নিবৃত্তি শ্বাস।
নিজেকে ছাড়ি দিগন্ত পাড়ি সাথী আসমান ছায়া,
শুভ্র ভূষণে ভেসে যায় মেঘ খুলে রাখে তার মায়া।
দু’গাল হেসে ফুলগুলো কয় ভালবাসি এই আবাস,
বৃক্ষডালে সহাস্যসুখ এর মাঝে সুখবাস।
প্রজাপতি তার ডানাখানি মেলে দুলে দুলে দোল খায়,
পুষ্পরেণু ডেকে বলে তাকে, আয় আয় এথা আয়।
বনের পাখি ডাকে কত কী, কতকথা বাজে শীসে,
মনের হরষে ওড়ে অজানায় সুর সঙ্গীতে মিশে।
আমিও উড়ি তারই সঙ্গে মনের পাখনা মেলে,
ইচ্ছে যেখানে যাই সেখানে বন্ধু আকাশ পেলে।