বছর ঘুরে ঈদ এসেছে
ঐ উঠেছে চাঁদ,
আনন্দ জোয়ারে ভাটা নেমেছে
স্রোতে করোনার বাঁধ।
ঘুরোঘুরি হবে সবাই মিলে
মজার কত বায়না,
দিনে দিনে বহু জমেছে আশা
মন যে মানে না মানা।
কতদিন ধরে স্বপ্ন বুনেছি
রাঙাতে খুশীর ঈদ,
দিন গুনে গুনে দিন কাটিয়েছি
ভুলেছি চোখের নিদ।
দিকে দিকে দেখি করোনা ভীতি
সারাদেশে মহামারী,
প্রিয়জনদের বিয়োগ ব্যথায়
মনের আকাশ ভারী।
রুজি রোজগার নেই কোন ধারে
নেইতো মনের সুখ,
অভাবে অভাবে কাটে দিন বেলা
বাড়ছে কেবলি দু:খ।
এবার ঈদে জমবে না মেলা
হবেনা কোন আয়োজন,
কায়মনে শুধু স্রষ্টার পাণে
সুস্থ জীবনের আবেদন।
মানুষের প্রতি মানবিক হয়ে
দু:খীদের হই সাথী,
আসছে বছর করোনামুক্ত
আনন্দ উৎসবে মাতি।