মুয়াজ্জিনের আযান ইফতারের সময়ের আহ্বান,
রমজানের শুভেচ্ছা বার্তা মুসলিম উম্মাহর ঐক্য শান্তির
বিজয় আবহমান।
দীর্ঘ একমাস সংযমের বাঁধ কঠিন আবর্তে আবর্তন,
ঈদের চাঁদ নিয়ে আসে সবকিছুই আনন্দের সমাগম।
মহিমান্বিত রজনী শবে কদর আসে এই রমজানে,
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন ইবাদতের বরকত দেয় অফুরান প্রতিদানে।
ধনী গরীব নেই ব্যবধান পরিচয় হলো আমরা সবাই মুসলমান,
যুগে যুগে ইসলামের শাণিত দ্বীনের দাওয়াত,
মুসলিম উম্মাহর সমৃদ্ধি আলোড়ন ইহুদি কাফের হয়েছে নিপাত।
আমরা সবাই আল্লাহর বান্দা রাসুল (সাঃ)এর উম্মত,
ধ্যান ধারণা আমাদের হোক
আখলাক আমলে শুদ্ধ শপথ।
চলো সবাই উড়ায় ইসলামের শান্তি ঐক্য ও সাম্যের পতাকা,
নিমিষেই দূর হবে সংকীর্ণ স্বার্থের খাতিরে গড়ে তোলা
দ্বিধা দ্বন্দ্বের সীমান্তের চাকা।
ভালো থাকুক সবার মনের অগোচরে পুষে রাখা সুপ্ত
বাসনার আশা,
ঈদের চাঁদ ফিরিয়ে আনুক উচ্ছাসের হাসি আর মায়ায় জড়ানো ভালবাসা।