মার্চ -গনগনে জ্বলন্ত সূর্যের মতো
চেতনার অগ্নিতে জ্বালিয়ে দেয় চারিদিক;
সর্বগ্রাসী আগুনের মতো খেয়ে নেয়,
পুরোনো বিধ্বস্ত সব অবকাঠামো।
মার্চ- শ্বাস আটকানো তীব্র আকাঙ্ক্ষা
রেসকোর্স এর ময়দানে শোনিতের অঙ্গীকার,
অসম বিভাজনের ভ্রান্তি কাটিয়ে
সত্য সুন্দরের জয়গান।
মার্চের গণহত্যায় দমেনি জাতি,
ব্যথাতুর কালরাত্রি পেরিয়ে
২৬ শে মার্চেই দাঁড়িয়েছে ঘুরে,
নয়মাস ধরে বুঝিয়ে দিয়েছে তারা অকুতোভয়।
মার্চের স্লােগান এনেছিলো স্বাধীনতা,
অর্ধশত বছর পেরিয়ে মার্চ আজো অম্লান;
এই মার্চে আর একটি শপথ হোক-
সম্মান নিয়ে রিক্ত মানুষগুলো বাঁচুক!!