বন্ধ হলে চোখ
আমি যেন হাতের মুঠোয় পাই আনন্দলোক।
পা বাড়ালে আসে
লক্ষ কোটি রাঙানো পথ মুহূর্তে উল্লাসে।
হাত বাড়ালে মেলে
আলাদিনের চেরাগ যেন ইচ্ছেআলো জ্বেলে।
ভালোবাসায় ঘিরে
জানি এসব হয় কেবলই প্রিয়জনের ভিড়ে।
তাই আমি নই একা
আমরা বুনি দূর আগামির স্বপ্ন আলোকরেখা।
সবাই মিলেমিশে
আমাদের এই আড্ডা দেখায় কাব্যগাথার দিশে।
একসুরে গান গাই
আকাশ সমান অসীম রেখা ছোঁব বলে তাই
রাশেদ দেখে সুখ
অরুণ আজিজ বেলাল অমিত এক হলে পাঁচ মুখ।
(ছবি: সুপ্রতিম বড়ুয়া)