কখনও আমি হারিয়েছি,
কখনও কেউ আমাকে হারিয়েছে।
আবার কখনও হারিয়ে হেরেছি,
কিংবা আমার জন্য কেউ হেরেছে।
হারিয়ে খুঁজেছি কতবার,
খুঁজতে যেয়েও হারিয়েছি।
সময়ের বাঁকে চোরাবালিতে
আটকে থাকে ইতিহাস।
মুচকি হাসে, চোখের জল গড়ায়,
আবার পসরা সাজায়-
খোঁজ করে হারিয়ে যাওয়া গল্প!
হারানো বিজ্ঞপ্তিটাও একদিন-
হারানোর খাতায় নাম লিখে,
পথের ধূলোয় বাসর রচে,
তারপর, ধীরে ধীরে
খুঁজে সংগোপনে
অনন্তের পথে
নীরব যাত্রা!