আবার ধরায় আষাঢ় আসলো বলে
ঘন বরষার সুবাসিনী বাতাস আসে ধেয়ে
হৃদয় মন্দিরে মেঘের ডমরু ঘন বাজে
হলো রোমাঞ্চকর বন বনান্তর বৃষ্টি জলে,
এমন দিনে সখা তোমাকে চাই পল্লব কল্লোলে
মিলনস্বপ্নে চঞ্চল প্রাণ আজি বক্ষহিন্দোলে।
এসো হে, এসো হে প্রিয় সজল ঘন বাদলবরিষনে –
মুখোমুখি বসি কবিতায় ঝড় তুলি
প্রেমের আহবানে,
পুলকে ধুলিয়া উঠি কাশের বনে বনে
ছলোছলো নদীধারা চলে
নিবিড় ছায়াময় কিনারায়।
আমাদের মিলনগীতি ধ্বনিছে কানন বীথি
আকাশের নবীন মেঘে আড়ি পাতে কোন অতিথি,
আজ ভাবনাগুলো বাঁধনহারা হৃদয়ে দেয় দোলা
মেঘের মতন পালিয়ে বেড়ায় হয়ে আপনভোলা।
আঁধার রাতে মন আজ আন্দোলিত বনের মর্মরে
শ্রাবন ধারা রচিল ধ্বনি নিবিড় সঙ্গীতে।
দুরু দুরু কাঁপিল হিয়া, মেঘ উঠিল গরজিয়া
বিজলির চমকে আলো জ্বলে উঠে ক্ষণে ক্ষণে,
আমার উৎসুক আঁখি ঝড়ের অন্ধকারে ডুবে
ঘনঘোর সমারোহে মন পোড়ে মনের গহীনে।
বরষার রূপ হেরি বারবার সবুজের মাঝে
আপন মনে চলছে গরজি অশ্বত্থ পল্লবে।।