তোমাকে দেখি, দেখতেই থাকি অপলক!
কতোটা চাই তোমাকে, চেয়েছি, ছেয়ে আছি তোমাতে
বুঝতে পারোনি কখনো, জানতে চাওনি কোনোদিন!
সব কিছুর পরিমাপ করা যায় না,
উপলব্ধির পথ পেরুতে ও অনেক দেরি হয়ে যায়।
গভীর থেকে গভীরতর আঁধারের অতলান্তে ডুবে
ঈর্ষণীয় আলোর হাতছানিতে আবিষ্কারের নেশায়
মেতে ওঠা আমাকেই থামাতে হয় অতন্দ্র পাহারায়।
জেগে ওঠে তীব্র তৃষ্ণা বিলীন হওয়ার আকাঙ্খা নিয়ে
দিগন্ত ছোঁয়া নীল সবুজের মোহনায় …..
আবারো তোমাকে দেখি, দেখতেই থাকি অপলক!
ঘূর্ণায়মান পৃথিবীতে নতুন করে অনুভূত হয়
সৌরপথ টা ভীষণ স্বল্পায়ু,
তোমার আমার আলিঙ্গন হতেই পারে…
দেখা আমাদের হতেই পারে যে কোনো এক পথে মুখোমুখি ,
হয়তো বা বিপরীতমুখী দুটো পথের সংঘর্ষে ….
কি বলবে তুমি তখন?
কোনো বাহানায় নিশ্চয়ই আড়াল হবো না আমরা
এটুকু আশা করতেই পারি ভালোবাসার টালমাটালে।