বাড়ি সাহিত্য কবিতা কান কথা / লিপি তালুকদার কবিতাচট্টগ্রামদেশনারীসাহিত্য কান কথা / লিপি তালুকদার লিপি তালুকদার প্রকাশিত : বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ 195 কান কথায় দিই না মাথা বিবেক আমার সজাগ, নিজের কাজে নিজেই ধন্য পৃথিবী হোক অবাক। কেউ কয় বাম কানে কেউবা আবার ডানে, কথার বিষ ছড়ায় অসুখ জীবনের কী মানে!! যে বা যারা কান কথা ছড়ায় ভাঙ্গায় মনের বিশ্বাস, সামনে তাদের দিন কেমন যাবে পাবে কী কোনো আশ্বাস। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া