Site icon Shaili Tv

কাব্যমালা / শামীম ফাতেমা মুন্নী

১.

বিশাল খোলা জানালা জুড়ে
পুবালি হাওয়ার তীব্র ছোঁয়ার স্পর্শ ,
কোজাগরি আকাশে কুয়াশার হিমেল আবেশ,
শীতার্ত হৃদয়ে যেন উষ্ণতার উন্মেষ…
চোখের তারায় অথচ এখনো প্রথম দেখার প্রলেপ !
হৃদয়ের দাবানল কথা বলে ওঠে ,
নিশ্চুপ থেকে এড়াতে চাওয়া অথচ
পারা হয়ে ওঠে না , কিছুতেই না ,
অসময়ে বাঁধভাঙা বৃষ্টি নামলো বলে!

২.

কিছু মুহূর্ত জমে থাকে ভালোবাসার বরফ গলা নদীতে
আনন্দিত অভিমান হয়ে
কষ্ট কাঁটার বিমূর্ত প্রতিবিম্বে,
সরিয়ে রাখি তারে নৈঃশব্দ্যের প্রণয় বীণার ঝংকারে
পূর্ণতার দহন প্রলয়ে,
পরাণের গহীনে এক সুদীর্ঘ চুম্বনে।

৩.

ক্লান্তির সোপান ডিঙিয়ে
অধরা স্বপ্নরা ভিড় করবে বলে
দুচোখ মুদে থাকা বিনিদ্র রাতে,

জেগে থাকুক কবিতা
বিদীর্ণ প্রহরের সঙ্গী হয়ে
নিঃসঙ্গ রাতের আঁধার কেটে।

Exit mobile version