১. পরিবেশ
নিমের পাতা তিতা তিতা
কলা পাতা ছাতি,
ডুমুর গাছে পাখি খুঁজে
খালুজানের নাতি।
পাখির সাথে ছানা ধরে
কান্না কিচিরমিচির,
মাঠের পরে মাঠ শুকায় যে
পানি বিহীন চৌচির।
মেঘের রাজা ডেকে বলে
শোনো খোকা শোনো,
ফুল পাখি গাছ পাহাড় নদী
পরিবেশকে গোনো।
২. ডিম
চড়ুই পাখি তা তা তা
ডিম পেড়েছে তিনটা ছা।
ডিম খেলছে গোল্লাছুট
ফুটে ফুটে ডিম ফুট।
ডিম ফুটেছে টুসটাস
চুপেচাপে ফুসফাস।
৩. খাসীর ডিম
নেতার বড় খাসী ছাগল
পাড়লো একটা ডিম,
তাই না দেখে লাল মোরগটা
শুরু করলো জিম।
পাড়ার যতো হাঁস – মুরগী
পাখ- পাখালী সব,
রাজপথে ব্যারিকেট দিয়ে
করলো কলরব।
খাসীর নামে মামলা হলো
ঝুললো হুলিয়া,
চন্দন খাটে ঘুমায় নেতা
সবই ভুলিয়া!
জনগণের কষ্ট বাড়লো
জলে আর ঘামে,
নেতা হাঁটে হেলে- দুলে
ডিম পাড়ার দামে!